১১ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ
শুক্রবার | দুপুর ১২:৩৩
Search
Close this search box.
Search
Close this search box.
স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর অনুষ্ঠানের উদ্বোধনীতে মুন্সিগঞ্জ বিএনপির ভার্চুয়াল অংশগ্রহণ
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ২ মার্চ, ২০২১, বিশেষ প্রতিনিধি (আমার বিক্রমপুর)

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে বছরব্যাপী কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালী অংশগ্রহণ করেছে মুন্সিগঞ্জ জেলা বিএনপি।

গতকাল সোমবার (১ মার্চ) দুপুরে এ উপলক্ষ্যে এক ভার্চুয়াল সভায় দেশব্যাপি কর্মসূচির উদ্বোধন ঘোষণা করা হয়।

লন্ডন থেকে স্কাইপের মাধ্যমে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এই অনুষ্ঠানের উদ্বোধন করেন। অনুষ্ঠানে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, অষ্ট্রেলিয়া, নরওয়ে, সুইজারল্যান্ড, নেদারল্যান্ড, তুরস্ক, জাপান, জাতিসংঘ, ইউএসএইড, আন্তর্জাতিক রেড ক্রিসেন্টসহ বিভিন্ন দেশের কূটনীতিকরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান উদযাপন জাতীয় কমিটির আহ্বায়ক ডা. খন্দকার মোশাররফ হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সভায় মুন্সিগঞ্জ প্রান্তে জেলা বিএনপির কার্যালয় থেকে অংশ নেন, জেলা বিএনপির সভাপতি আব্দুল হাই, সাধারণ সম্পাদক কামরুজ্জামান রতন, সিনিয়র সহ-সভাপতি আতাউর হোসেন বাবুল, শহর বিএনপির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, জেলা যুবদলের সভাপতি সুলতান আহমেদ, সেচ্ছাসেবক দলের সভাপতি ইদ্রিস মিয়া মোহন, আশরাফুল উজ্জামান অবি প্রমুখ।

error: দুঃখিত!