মুন্সিগঞ্জ, ৯ এপ্রিল ২০২৩, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)
স্থপতি ইমতিয়াজ মোহাম্মদ ভূঁইয়া (৪৭) হত্যা মামলার গ্রেপ্তারকৃত আসামি আল-আমিন ওরফে আলিফের (২০) ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।
গতকাল শনিবার দুপুর আড়াইটার দিকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট মানিক দাস রিমান্ড মঞ্জুর করেন।
এদিন ১০ দিনের রিমান্ড আবেদন করে গ্রেপ্তারকৃত আসামী আলিফকে আদালতে পাঠায় ডিবি পুলিশ। কোর্ট ইন্সপেক্টর জামাল উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন। গ্রেপ্তারকৃত আসামী আলিফ ঢাকার নবাবগঞ্জের খানেকুর (চোপখানপুর) এলাকার মোহাম্মদ কাশেমের ছেলে।
এদিকে, আগের দিন শুক্রবার দিবাগত রাতে নবাবগঞ্জের নানা বাড়ি থেকে আলিফকে গ্রেপ্তার করে বলে জানিয়েছেন মুন্সিগঞ্জ ডিবির ওসি আবুল কালাম আজাদ।
তিনি জানান, হত্যাকান্ডের পর থেকে নানা বাড়িতে আত্মগোপনে থাকে আলিফ। সে-ই হত্যাকান্ডের দিন স্থপতি ইমতিয়াজকে মোবাইল ফোনে কল করে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়।
ডিবির ওসি আরও জানান, ইতিমধ্যে স্থপতি ইমতিয়াজ হত্যা মামলার ৪ আসামী আদালতে স্বীকরোক্তিমুলক জবানবন্দি করেছে।
প্রসঙ্গত, ঢাকার তেঁজগাঁও থানার ডমিসাইল এলাকার নিজ ফ্ল্যাটে স্বপরিবারে বসবাস করতেন স্থপতি ইমতিয়াজ। গত ৭ মার্চ বাসা থেকে বের হয়ে নিখোঁজ হন তিনি। পরদিন ৮ মার্চ ঢাকার কলাবাগার থানায় সাধারণ ডায়েরী করেন তার স্ত্রী। একই দিন রাত সাড়ে ৮ টার দিকে মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার চিত্রকোট ইউনিয়নের কামারকান্দা গ্রামের সেতুর পাশ থেকে অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তির লাশ উদ্ধার করে পুলিশ।
পরদিন মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে ময়নাতদন্ত শেষে বেওয়ারিশ হিসেবে পৌর কবরস্থানে স্থপতির লাশ দাফন করা হয়। পরবর্তীতে স্বজনরা স্থপতি ইমতিয়াজের লাশ শনাক্ত করে। পরে জেলার সিরাজদিখান থানায় হত্যা মামলা দায়ের করা হয়। এরপর আদালতের অনুমতি নিয়ে স্থপতি ইমতিয়াজের লাশ কবর থেকে উত্তোলন করে স্বজনদের কাছে হস্তান্তর করে পুলিশ।