৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
বৃহস্পতিবার | সকাল ১১:৩৬
Search
Close this search box.
Search
Close this search box.
সৌদি আরবে বিল্ডিং থেকে পড়ে মুন্সিগঞ্জের রুবেলের মৃত্যু
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ১৬ আগস্ট ২০২৩, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)

সৌদি আরবের আবহা শহরে নির্মানাধিন বিল্ডিংয়ে রংয়ের কাজ করার সময় তিন তলার ছাদ থেকে পড়ে এক বাংলাদেশি শ্রমিকের মৃত্যু হয়েছে।

গতকাল সোমবার সৌদি আরব সময় বিকাল ৫টার দিকে এ ঘটনা ঘটে। নিহত যুবকের নাম রুবেল বেপারী (৪০)।তিনি মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার ভাগ্যকুল ইউনিয়নের উত্তর মান্দ্রা গ্রামের বাসিন্দা ছিলেন ওই এলাকার মো. রফিক বেপারীর পুত্র।

নিহত রুবেল বেপারীর ছোট ভাই রবিন বেপারী জানান, তার ভাই সাড়ে তিন বছর আগে সৌদি আরবে যান। সেখানে তিনি একটি কোম্পানিতে রঙের কাজ করতেন। গতকাল নির্মাণাধীন একটি বিল্ডিংয়ে রংয়ের কাজ শেষে নিচে নামার সময় তিন তলা থেকে পরে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

স্থানীয় ইউপি সদস্য পারভেজ কবির ঘটনার সত্যতা শিকার করে বলেন, নিহত রুবেলের মরদেহ দেশে আনার প্রস্তুতি চলছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

error: দুঃখিত!