মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার বালুয়াকান্দি এলাকায় আগুনে পুড়িয়ে এইচএসসি পরীক্ষার্থী সোনিয়া আক্তারকে (১৯) হত্যার প্রতিবাদে শোকসভা করেছেন সহপাঠী, শিক্ষক ও অভিভাবকরা।
আজ সোমবার সকালে উপজেলার ডা. আবদুল গাফফার বালুয়াকান্দি স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে এই শোকসভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদের সভাপতি হাফিজ আহমেদ সভাপতিত্ব করেন।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস, গজারিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান রেফায়েত উল্লাহ খান তোতা, উপজেলা ভাইস চেয়ারম্যানসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানরা উপস্থিত ছিলেন।
শোকসভায় সংসদ সদস্য মৃণাল কান্তি দাস বলেন, ‘এইচএসসি পরীক্ষার্থী সোনিয়ার হত্যাকারীদের আইনের আওতায় এনে শাস্তি দেওয়া হবে। এর সঙ্গে যারা জড়িত ছিল, তাদের প্রত্যেককে আইনের আওতায় এনে শাস্তি দেওয়া হবে। আমি সোনিয়ার পরিবারের সঙ্গে আছি।’
গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেদায়েতুল ইসলাম ভূঞা জানান, পুলিশ অপরাধীদের চিহ্নিত করে গ্রেপ্তারের চেষ্টা চালিয়ে যাচ্ছে। এ ঘটনায় জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না।
গত ১৭ এপ্রিল সোনিয়ার গায়ে আগুন দেয় দুর্বৃত্তরা। ২১ এপ্রিল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে তিনি মারা যান। এ ঘটনায় ছনিয়ার মা হাজেরা বেগম গজারিয়া থানায় মামলা করেছেন।