১৩ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ
রবিবার | সন্ধ্যা ৭:১২
Search
Close this search box.
Search
Close this search box.
সৈনিক হত্যা দিবসে মুন্সিগঞ্জে মুক্তিযোদ্ধালীগের মানববন্ধন
খবরটি শেয়ার করুন:

৭ নভেম্বর সৈনিক হত্যা দিবস উপলক্ষে মানববন্ধন করেছে বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধালীগ মুন্সিগঞ্জ জেলা শাখা।

সোমবার বেলা সাড়ে ১২টার দিকে মুন্সিগঞ্জ জুবলী রোড প্রেসক্লাব প্রাঙ্গনে এই মানববব্ধন অনুষ্ঠিত হয়।

এসময় বক্তারা বলেন, জিয়াউর রহমানের নেতৃত্বে মেজর জেনারেলসহ হাজার হাজার মুক্তিযোদ্ধা সৈনিককে বিভিন্ন ক্যান্টেনমেন্টে রাতের অন্ধকারে নির্বিচারে হত্যা করা হয়। দেশ স্বাধীন হয়েছে, দেশের মানুষ এখন স্বাধীনতার পক্ষে থেকে সকল বাধা বিপত্তি মোকাবেলা করছে। এসময় তারা জিয়াউর রহমানের শাস্তি চেয়ে স্লোগান দিয়ে বিচার দাবি করেন।

মানববন্ধনে উপস্থিত ছিলেন জেলার আওয়ামী মুক্তিযোদ্ধা লীগের সভাপতি আব্দুল হাকিম খন্দকার, সাধারণ সম্পাদক মোঃ কামাল হোসেন পাইক, সহ-সভাপতি রোস্তম খান, টঙ্গীবাড়ি উপজেলার সভাপতি রাশেদ নবী খোকন, সাধারণ সম্পাদক রাসেল খান, সহ-সভাপতি লিয়াকত খানসহ প্রমুখ।

ফেইসবুকে আমরা
ইউটিউবে আমরা
error: দুঃখিত!