২০শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
সোমবার | রাত ৯:৪৪
সেমিনারের তথ্য- মুন্সিগঞ্জ থেকে বিদেশ যাওয়ার প্রবণতা বাড়ছেই
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ১০ জুন ২০২৪, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জ জেলা থেকে গেল ২ বছরের তুলনায় বেশি মানুষ বিদেশে গেছেন চলতি বছরের প্রথম ৪ মাসে। ‘দক্ষতা উন্নয়ন কর্মসংস্থানে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর সাথে জনসংযোগ’ শীর্ষক সেমিনারে এ তথ্য জানায় জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস।

তাদের তথ্যমতে, মুন্সিগঞ্জ জেলা থেকে ২০২২ সালে বিদেশে যান ২২ হাজার ৯০৪ জন, ২০২৩ সালে ২৯ হাজার ৬৫৩ জন। অন্যদিকে ২০২৪ সালের জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত ৪ মাসে বিদেশে গেছেন ৩৫ হাজার ৫৩১ জন ব্যক্তি।

সোমবার বেলা ১১ টার দিকে সদর উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে সেমিনারটি অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আশরাফুল আলম।

সেমিনারে সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফিফা খান ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সদর উপজেলা চেয়ারম্যান আনিস উজ্জামান৷

জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক রফিকুল ইসলামের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন, জরিপ কর্মকর্তা আলতাফ হোসেন, অভিবাসী কর্মী উন্নয়ন প্রোগ্রামের (ওকাপ) মাঠ কর্মকর্তা ইউজিন ম্রং, জেলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের (টিটিসি) প্রশিক্ষক ওমর ফারুক, ব্র্যাকের জেলা সমন্বয়ক আল আমিন হোসেন, ওয়ারবি ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের প্রতিনিধি মো. শাহিন প্রমুখ।

এছাড়া সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের উদ্যোক্তা, সাংবাদিক, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, মসজিদের ইমাম, বিদেশ ফেরত কর্মী সেমিনারে অংশ নেন।

error: দুঃখিত!