১১ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
মঙ্গলবার | রাত ৮:২০
সেবা, কর্ম ও মানবিকতা বোধই মানুষের প্রকৃত পরিচয়- মৃণাল কান্তি দাস
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ৩০ অক্টোবর, ২০২১, বিশেষ প্রতিনিধি (আমার বিক্রমপুর)

‘সেবা, কর্ম ও মানবিকতা বোধই মানুষের প্রকৃত পরিচয়। একজন সমাজসেবক এবং দেশকর্মীই পাড়েন সমাজ বিনির্মাণ করতে।’- এসব কথা বলেছেন মুন্সিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক অ্যাড. মৃণাল কান্তি দাস।

গতকাল শুক্রবার (২৯ অক্টোবর) বিকাল ৪ টা’য় উপজেলার ভবেরচরস্থ বাউশিয়া সমিতি মার্কেটের কমিশন এর কার্যলয়ে বাংলাদেশ মানবাধিকার কমিশন বৃহত্তম মুন্সিগঞ্জ আঞ্চলিক কমিটির উদ্যোগে স্বাস্থ্য অধিদপ্তর এর পরিচালক পদে পদোন্নতি পাওয়ায় ডাঃমাজারুল হক তপন কে সংবর্ধনা ও মানবাধিকার শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশ নেন মুন্সিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক অ্যাড. মৃণাল কান্তি দাস।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, সংগঠনের প্রধান উপদেষ্টা সাবেক উপজেলা চেয়ারম্যান রেফায়েত উল্লাহ খাঁন তোতা।

এসময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জিয়াউল ইসলাম চৌধুরী, উপজেলা ভাইস চেয়ারম্যান আতাউর রহমান নেকী, গজারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) রইছ উদ্দিন, রুপালী ব্যাংক এর ডিজিএম সাখাওয়াত হোসেন, বাউশিয়া ইউনিয়নের চেয়ারম্যান মিজানুর রহমান প্রধান, সংগঠনের সাধারণ সম্পাদক এস এম নাসির উদ্দিন প্রমুখ।

error: দুঃখিত!