গত বছরের ৬জুন ছবিটি মুক্তির কথা ছিল। কিন্তু সেন্সর জটিলতার কারণে ছবিটি তখন মুক্তি দেওয়া যায়নি। গত মাসে কিছু শর্তসাপেক্ষে ছাড়পত্র পায় আলোচিত ছবি ‘রানা প্লাজা’। তাই মুক্তির তারিখ নিয়ে এখন সবার জানার আগ্রহ।
পরিচালক নজরুল ইসলাম খান জানালেন, তারা ঈদুল ফিতরের পরপরই ছবিটি মুক্তির প্রচেষ্টা চালাচ্ছেন। সম্ভাব্য মুক্তির তারিখ ৪ঠা সেপ্টেম্বর। তারিখটি এখনও প্রযোজক ও পরিবেশক সমিতি থেকে নিশ্চিত হয়নি।
২০১৩ সালের সাভারে ঘটে যাওয়া রানা প্লাজা ট্রাজেটি নিয়ে ছবিটি নির্মিত হয়েছে। সাইমন ও পরীমনি জুটির প্রথম ছবি এটি।