২৫শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
শুক্রবার | রাত ৪:১৮
সেন্সরে যাচ্ছে জেফ-পরী’র ‘ইনোসেন্ট লাভ’
খবরটি শেয়ার করুন:

গত বছর পহেলা ফেব্রুয়ারি রাজধানীর উত্তরায় মহরতের মাধ্যমে শুরু হয়েছিল অপূর্ব রানার পরিচালনায় ‘ইনোসেন্ট লাভ’ ছবির কাজ। ছবিটিতে অভিনয় করেছেন জেফ ও পরীমনি। এরই মধ্যে ছবিটির সকল কাজ সম্পন্ন হয়েছে। চলতি মাসেই ছবিটি সেন্সরে জমা দেওয়া হবে।

অপূর্ব রাানা বলেন, ‘একটু সময় নিয়ে ছবিটির কাজ করেছি। বলতে পারেন মনের মতো করেই কাজটি করেছি। যার কারণে একটু সময় বেশি নিয়েছি। চলতি মাসে ছবিটি সেন্সরে জমা দেব। ইচ্ছা আছে আগামী বছর ফেব্রুয়ারিতে মুক্তি দেওয়ার।’

 

ছবিটিতে মোট পাঁচটি গান থাকছে। এরমধ্যে একটি আইটেম সংও রয়েছে। অভিনয়ের পাশাপাশি ছবিটির আইটেম সংটিতেও পারর্ফম করতে দেখা যাবে পরীকে। জাবেদ আহমেদ কিসলু ও রুমী সেনের কম্পোজিশনে গানগুলোতে কন্ঠ দিয়েছেন এস আই টুটুল, পড়শী, রাজিব, মুন, লিজা, তানজিন রুমা ও রুপম।

 

জাহিন চলচ্চিত্রের ব্যানারে ছবিটিতে জেফ ও পরীমনি ছাড়া আরো অভিনয় করতে দেখা যাবে সোহেল রানা, সুচরিতা, মিজু আহমেদ, সুব্রত, আমির সিরাজী ও কাবিলাকে।

 

উল্লেখ্য, একই পরিচালকের ‘পুড়ে যায় মন’ ছবিতেও দেখা যাবে পরীমনিকে। পরীর বিপরীতে অভিনয় করছেন সাইমন সাদিক।

error: দুঃখিত!