মুন্সিগঞ্জ, ১২ ফেব্রুয়ারি, ২০২১, সদর প্রতিনিধি (আমার বিক্রমপুর)
একদিন পরই মিরকাদিম পৌরসভার ভোটগ্রহণ। নানা নাটকীয় রাজনৈতিক মোড় আর নানা অনিশ্চয়তা সবকিছু ছাপিয়ে মূল আলোচনার কেন্দ্রবিন্দু নৌকা মার্কার প্রার্থী হাজী সালাম।
শুণ্য থেকে উঠে আসা সালাম আওয়ামী লীগের মনোনয়ন ঘোষণার একদিন আগেও চেয়েছিলেন কাউন্সিলর পদে নির্বাচন করতে। এরপর স্থানীয় রাজনৈতিক জটিলতায় নাটকীয়ভাবে আওয়ামী লীগের সোনার হরিণ খ্যাত ‘নৌকা’ প্রতীক পেয়ে যান হাজী সালাম।
‘নৌকা’ প্রতীক পাওয়ার পরপরই উচ্চ রক্তচাপ আর ডায়াবেটিকস জনিত সমস্যা বাড়ায় হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন সালাম। তবে গতকাল হাজী সালামের বাড়িতে কথা হয় তার বড় ছেলে আল রাশেদ মানিক (৩০) এর সাথে।
তিনি জানান, তার বাবা হাজী আব্দুস সালাম (৬৩) আগের চেয়ে অনেকটাই সুস্থ। তারা তাকে বাসায়ই নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন। এর মধ্যেই তিনি গত ৯ ফেব্রুয়ারি মিরকাদিমের বিভিন্ন এলাকায় নৌকা প্রতীকের পক্ষে ভোট চেয়েছেন।
আগামী রোববার, ১৪ ফেব্রুয়ারি মিরকাদিম পৌরসভার ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।