১৩ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
শুক্রবার | রাত ৪:১৪
Search
Close this search box.
Search
Close this search box.
সুমন ইসলামের কবিতা: ওরা কলম চোর!
খবরটি শেয়ার করুন:

ওরা কলম চোর!
সুমন ইসলাম

ওরা কলম চোর। অবশেষ অপদার্থ
ওরা চুষে খায় নিহতের রক্ত। ওদের বুকের জ্ঞানে
নিন্মতরও মর্মবেদনা নেই!

নির্মম তারা, রৌদ্র লুটে উঠোনের
ওরা কলম চোর!!
কী জানে তারা? চুরি ছাড়া…

ঘামমুদ্রাও তছরুপ করে সহকর্মীর!
ওরা স্মৃতিভ্রমে গেছে- তারা ভুলে গেছে
এ উঠোন ভাষা সৈনিকের।

এ উঠোনে ফিরে আসবে- তরুণ মুজিবেরা
যুগে যুগে লাল সবুজ পতাকা হাতে
স্বদেশ আমার, উঠোন আমার-আমাদের এখানে
ছড়িয়ে থাকবে শুধুই প্রেসের কালির শব্দ ঘ্রাণ। পেপার পেপার…

খোঁজে ফিরবে-অসহায় নিপীড়িতরা
কোথায় সফি উদ্দিন সাংবাদিক?

তখন আমরা তরুণেরা বলে দেবো-
স্বজনবৃত্তেরা সফিউদ্দিনকে গুম করেছে।

বলে দেবো-শহরের প্রতিটি নাগরিকের ঘরে ঘরে
ওরা,কলম চোররা
ছড়িয়ে দিচ্ছে তাদের চিন্তার দুর্গন্ধ
তরুণ কলম সৈনিকেরা আন্তঃমস্তিকে,
গণতন্ত্রের শেষ স্তম্ভটুকুরও শীলতাহানী করে করে
বিত্ত বিত্ত-বিত্তবান খেলছে ওরা!

এ শহর জ্বলে উঠবে। প্রতিবাদে, প্রতিরোধে
নতুন একটি রেসকোর্স ময়দান হবে
তখন তরুণ মুজিবরা বলে উঠবে
এবারে সংগ্রাম…

রক্ষা করো ভাষা সৈনিকের উঠোন।
সাবধান,সাবধান
কী জানে তারা? চুরি ছাড়া…
ওরা কলম চোর!!


-সুমন ইসলাম, সম্পাদক- পটভূমি’ সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক পত্রিকা, মুন্সিগঞ্জ।

error: দুঃখিত!