আগুনের শূন্যতা
সুমন ইসলাম
ভোরের জোনাকির মতো জ্যোস্না পড়েছিল-
আজ বুদ্ধপূর্ণিমার রাতে
বেলিফুলের মেঘের আড়ালে
তালপাতার তারে সারিন্দা বেজেছিল
মাঝিবাড়ির মাঠ-
ঝালিকুমড়ো, চিচিংঙ্গা দুন্দুল বাগান
ঘাসপাতার আলরাস্তা
এখানে শিকারি ফাঁদপাতা বড়শি ফেলে গেল
ঝালিকুমড়ো, চিচিংঙ্গা দুন্দুল বাগান
ঘাসপাতার আলরাস্তা
এখানে শিকারি ফাঁদপাতা বড়শি ফেলে গেল
তাহার সংলাপ-
শ্মশানের আগুন দেখে ভয় কেটে যায়
মানুষরা পোড়ে যখন
বুদ্ধের মাথায় ঢোকে আগুনের শূন্যতা
চাঁদ আড়ালে গেলে
বাঘের চোখ জ্বলে ওঠে
শম্ভু আচার্যের পটশিল্পের মতোন
তারুণ্যের মনোযোগ
রতনপুর গ্রাম-
এখানে বসেছে যারা শিয়াল দেখেছে সকলেই
কেউ একজন বলেছিল তীব্রতা সব একই
তবুও নির্বাণ
কিছুক্ষণ ছিলেন গৌতম বুদ্ধ।
-সুমন ইসলাম, সম্পাদক- পটভূমি’ সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক পত্রিকা, মুন্সিগঞ্জ।