৩০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
বুধবার | রাত ১২:৫৬
সুপারহিরো হতে চান সানি
খবরটি শেয়ার করুন:

ইন্দো-ভারতীয় অভিনেত্রী সানি লিওনি এবার বললেন, পর্দায় সুপাহিরো চরিত্রে অভিনয় করাটা তার স্বপ্ন।

সাবেক এই পর্ন তারকাকে সম্প্রতি টুইটারে তার এক ভক্ত জিজ্ঞেস করেছিলেন, “সানি, ক্যারিয়ারে আপনার স্বপ্নের চরিত্র কোনটি? অতিমানবীর চরিত্রে অভিনয় করা?”

এর উত্তরে সানি বলেন, “হ্যাঁ, আমি সুপারহিরোর চরিত্রে অভিনয় করতে চাই।”

‘জিসম টু’ এবং ‘রাগিনি এমএমএস টু’র মতো সিনেমা দিয়ে মুম্বাই সিনেপাড়ায় জায়গা করে নেওয়া সানি এর মধ্যেই সাহসী চরিত্রের অভিনেত্রী হিসেবে নিজের ভাবমূর্তি গড়ে তুলেছেন। চলতি বছর তার অভিনীত সিনেমা ‘এক পাহেলি লিলা’ ব্যবসাসফল হয়েছে।

মুক্তির অপেক্ষায় রয়েছে তুষার কাপুরের বিপরীতে সেক্স-কমেডি ঘরানার ‘মাস্তিজাদে’ সিনেমাটি। চলতি বছরের শুরুতে মুক্তির কথা থাকলেও ভারতীয় সেন্সর বোর্ডে বার বার আটকে যাচ্ছে এই সিনেমা।

error: দুঃখিত!