৬ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ
রবিবার | সকাল ৭:০৫
Search
Close this search box.
Search
Close this search box.
সিসিটিভি ক্যামেরার আওতায় মুন্সিগঞ্জ শহর
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ২৪ আগস্ট, ২০২২, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জ শহরসহ আশপাশের বেশকিছু গুরুত্বপূর্ণ পয়েন্টে সর্বমোট ১২০টি সিসিটিভি ক্যামেরা বসিয়েছে জেলা পুলিশ।

পুলিশের দাবি, এর ফলে ফলে জেলা শহরের ট্যাফিক ব্যবস্থাপনা, অপরাধী সনাক্তকরণসহ নিয়ন্ত্রণ ও জরুরি ঘটনায় পুলিশের দ্রুত সাড়া দেওয়া সম্ভব হবে।

গতকাল মঙ্গলবার দুপুরে জেলা পুলিশ সুপার কার্যালয়ে ‘কমান্ড, কন্ট্রোল এন্ড মনিটরিং সেন্টার’ উদ্বোধন করেন ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান।

পুলিশ জানায়, জেলা পুলিশ সুপারের কার্যালয় হতে দিন-রাত ২৪ ঘন্টা এসব ক্যামেরা মনিটরিং ও নিয়ন্ত্রণ করা হবে। ফলে জেলা শহরের ট্যাফিক ব্যাবস্থাপনা, অপরাধী সনাক্তকরণসহ নিয়ন্ত্রণ ও জরুরি ঘটনায় পুলিশের দ্রুত সাড়া দেওয়া সম্ভব হবে।

অনুষ্ঠানে মুন্সিগঞ্জ জেলার বিট অফিসারদের কার্যক্রমে গতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে সকল বিট অফিসারদেরকে মোবাইল ফোন প্রদান করা হয়।

অনুষ্ঠানে জেলা পুলিশ সুপার জনাব আব্দুল মোমেন, অতিরিক্ত পুলিশ সুপার সুমন দেব ও উর্ধ্বতন কর্মকর্তাগণ, স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ সহ ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

error: দুঃখিত!