মুন্সীগঞ্জের সিরাজদিখান পল্লি বিদ্যুৎ অফিসের (জোনাল অফিস) আয়োজনে গ্রাহকদের পুরাত মিটার ও লাইন সংস্কার কাজক্রম শুরু করা হয়েছে।
শনিবার সকালে থেকে সিরাজদিখানের বিভিন্ন এলাকায় গিয়ে দেখা যায় সিরাজদিখানে কর্তব্যরত বিভিন্ন বিদ্যুৎ কর্মি এ কর্যক্রম চলিয়ে যাচ্ছে।
ওয়ারিং পরিদর্শক মোঃ ওয়াজেদ আলী সংবাদিকদের জানান,পুরাতন মিটারের নবায়ন কাজ চলিতেছে নিরাপদ বিদ্যুৎ ব্যবহরের লক্ষে আমরা কজ চালিয়ে যাচ্ছি।
এসময় উপস্থিত ছিলেন, ওয়ারিং পরিদর্শক মোঃ ওয়াজেদ আলী,মিঠু মজুমদার,মোঃ মমিন চাকলাদর, মোঃ শাহ আলম শাহীন, প্রমুখ।
সিরাজদিখান পল্লি বিদ্যুৎ এর ডি জি এম দেবোকুমার মালো সংবাদিকদের জানান, নিরাপত্তার সার্থে দির্ঘ দিন পুরাতন মিটার ও ক্রটিপূর্ন সংযোগ ব্যবহার করায় আমরা এ সংস্কারের উদ্দোগ গ্রহন করেছি। গ্রাহক যাতে নিরাপদে বিদ্যুৎ ব্যবহার করতে পারে সে লক্ষে আমরা আমাদের এ কর্যক্রম চালিয়ে যাচ্ছি। তিনি আর বলেন এ ক্ষেত্রে গ্রাহকদের কাছ থেকে কোন টাকা নেয়া হবেনা।