সিরাজদিখানে ৯ প্রার্থীর সাথে লড়ে ভাইস চেয়ারম্যান হলেন সুমন
মুন্সিগঞ্জ, ৩০ মে ২০২৪, ডেস্ক রিপোর্ট (আমার বিক্রমপুর)
তৃতীয় ধাপে মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন মাইক প্রতীকের প্রার্থী মুহাম্মদ মোশারফ হোসেন (সুমন)। তিনি ৯ জন প্রার্থীর সাথে প্রতিদ্বন্দীতা করে বিজয়ী হন।
২৩ হাজার ৯০৬ ভোট পেয়ে বিজয়ী হন সুমন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী চশমা প্রতীকের একে এম আবুল কাশেম পেয়েছেন ২০ হাজার ২৮৫ ভোট। ৩ হাজার ৬২১ ভোটের ব্যবধানে জয় পেয়েছেন সুমন।
গতকাল বুধবার (২৯ মে) সিরাজদিখান উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়। এই নির্বাচনে ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে ১০ জন প্রার্থী প্রতিদ্বন্দীতা করেন।
অন্য ৮ প্রার্থীদের মধ্যে এস এম শাহাদাত হোসেন উড়োজাহাজ প্রতীক নিয়ে পেয়েছেন ১৫ হাজার ৩৭৬ ভোট, কেন্দ্রীয় বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সহ-সভাপতি শামীম শিকদার টিউবওয়েল প্রতীক নিয়ে পেয়েছেন ১৪ হাজার ১০১৮ ভোট, উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ওমর আলী তালা প্রতীকে পেয়েছেন ৯ হাজর ৫৮৯ ভোট,
উপজেলা আওয়ামী লীগের সদস্য মামুন হোসেন বৈদ্যুতিক বাল্ব প্রতীকে পেয়েছেন ৮ হাজার ৪৮৬ ভোট, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম (বাবুল) পালকি প্রতীকে পেয়েছেন ৬ হাজার ২৫৯ ভোট, উপজেলা যুবদলের আহবায়ক কমিটির যুগ্ম আহবায়ক রাসেল মুন্সী বই প্রতীকে পেয়েছেন ৫ হাজার ৯৭৫ ভোট, উপজেলা আওয়ামী লীগের সদস্য শেখ মনির হোসেন মিলন গ্যাস সিলিন্ডার প্রতীক নিয়ে পেয়েছেন ৪ হাজার ৩২৯ ভোট, উপজেলা যুবলীগ সদস্য আরাফাত শেখ রাসেল (টিয়া পাখি) প্রতীকে পেয়েছেন ২ হাজার ৪৭১ ভোট।
সিরাজদিখান উপজেলায় ৯৬ টি কেন্দ্রে মোট ভোটারের সংখ্যা ২ লাখ ৫৮ হাজার ৬৪৬ জন। ভাইস চেয়ারম্যান পদে ভোট পড়েছে ১ লাখ ১৮ হাজার ৪৫১ টি। এর মধ্যে বাতিল হয় ৭ হাজার ৬৫৭ ভোট। ভোট পড়েছে ৪৫ দশমিক ৮০ শতাংশ।


