৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
বৃহস্পতিবার | সকাল ৮:১৭
Search
Close this search box.
Search
Close this search box.
সিরাজদিখানে ৯ প্রার্থীর সাথে লড়ে ভাইস চেয়ারম্যান হলেন সুমন
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ৩০ মে ২০২৪, ডেস্ক রিপোর্ট (আমার বিক্রমপুর)

তৃতীয় ধাপে মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন মাইক প্রতীকের প্রার্থী মুহাম্মদ মোশারফ হোসেন (সুমন)। তিনি ৯ জন প্রার্থীর সাথে প্রতিদ্বন্দীতা করে বিজয়ী হন।

২৩ হাজার ৯০৬ ভোট পেয়ে বিজয়ী হন সুমন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী চশমা প্রতীকের একে এম আবুল কাশেম পেয়েছেন ২০ হাজার ২৮৫ ভোট। ৩ হাজার ৬২১ ভোটের ব্যবধানে জয় পেয়েছেন সুমন।

গতকাল বুধবার (২৯ মে) সিরাজদিখান উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়। এই নির্বাচনে ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে ১০ জন প্রার্থী প্রতিদ্বন্দীতা করেন।

অন্য ৮ প্রার্থীদের মধ্যে এস এম শাহাদাত হোসেন উড়োজাহাজ প্রতীক নিয়ে পেয়েছেন ১৫ হাজার ৩৭৬ ভোট, কেন্দ্রীয় বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সহ-সভাপতি শামীম শিকদার টিউবওয়েল প্রতীক নিয়ে পেয়েছেন ১৪ হাজার ১০১৮ ভোট, উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ওমর আলী তালা প্রতীকে পেয়েছেন ৯ হাজর ৫৮৯ ভোট,
উপজেলা আওয়ামী লীগের সদস্য মামুন হোসেন বৈদ্যুতিক বাল্ব প্রতীকে পেয়েছেন ৮ হাজার ৪৮৬ ভোট, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম (বাবুল) পালকি প্রতীকে পেয়েছেন ৬ হাজার ২৫৯ ভোট, উপজেলা যুবদলের আহবায়ক কমিটির যুগ্ম আহবায়ক রাসেল মুন্সী বই প্রতীকে পেয়েছেন ৫ হাজার ৯৭৫ ভোট, উপজেলা আওয়ামী লীগের সদস্য শেখ মনির হোসেন মিলন গ্যাস সিলিন্ডার প্রতীক নিয়ে পেয়েছেন ৪ হাজার ৩২৯ ভোট, উপজেলা  যুবলীগ সদস্য আরাফাত শেখ রাসেল (টিয়া পাখি) প্রতীকে পেয়েছেন ২ হাজার ৪৭১ ভোট।

সিরাজদিখান উপজেলায় ৯৬ টি কেন্দ্রে মোট ভোটারের সংখ্যা ২ লাখ ৫৮ হাজার ৬৪৬ জন। ভাইস চেয়ারম্যান পদে ভোট পড়েছে ১ লাখ ১৮ হাজার ৪৫১ টি। এর মধ্যে বাতিল হয় ৭ হাজার ৬৫৭ ভোট। ভোট পড়েছে ৪৫ দশমিক ৮০ শতাংশ।

error: দুঃখিত!