১১ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
বুধবার | রাত ১১:০০
Search
Close this search box.
Search
Close this search box.
সিরাজদিখানে ৫’শত রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ বিতরণ
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ১৩ ফেব্রুয়ারি, ২০২১, সিরাজদিখান প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের সিরাজদিখানে ৫’শত রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করা হয়েছে।

ফ্রেন্ডস এসোসিয়েশন অব মালখানগরের আয়োজনে গতকাল শুক্রবার দিনব্যাপী শিশু, চর্ম, মেডিসিন, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ ও রক্তের গ্রুপ নির্ণয় এবং দুস্থ্য রোগীদের প্রয়োজনীয় ঔষধ দেওয়া হয়।

উপজেলার তালতলা বাজার সংগঠনের কার্যালয়ে বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ বিতরণের উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ।

সংগঠনের সভাপতি আশরাফুজ্জামান সোহেল এর সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, মালখানগর হাই স্কুলের প্রধান শিক্ষক মঞ্জুরুল আলম, জেলা আওয়ামী লীগ শ্রম বিষয়ক সম্পাদক সামছুল হক, প্রভাষক বাহাউদ্দিন বাহার, সাংবাদিক নজরুল ইসলাম বাবুল, এডভোকেট শহিদুল ইসলাম, কেন্দ্রীয় যুবলীগ সদস্য আনিসুর রহমান রিয়াদ, উপজেলা কৃষকলীগ সহ সভাপতি বিল্লাল খান, ইউনিয়ন যুবলীগ সভাপতি হাজী মকবুল হোসেন সহ সংগঠনের অন্যান্য সদস্যগণ উপস্থিত ছিলেন।

হেল্থ কেয়ার হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার ও সিয়াম ডায়াগনস্টিক সেন্টারের সার্বিক সহযোগিতা এবং স্কয়ার ফার্মাসিটিক্যাল লিঃ, বেক্সিমকো ফার্মাসিটিক্যাল লিঃ, অপসোনিন ফার্মাসিটিক্যাল লিঃ এরিষ্টোফার্মাসিটিক্যাল লিঃ, ইনসেপ্টা ফার্মাসিটিক্যাল লিঃ, বিকন ফার্মাসিটিক্যাল লিঃ ও রেনাটা লিঃ এর সহযোগিতায় এই ফ্রি-মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত হয়।

error: দুঃখিত!