১৮ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
মঙ্গলবার | বিকাল ৫:৩২
সিরাজদিখানে ১৮ মৃত ব্যক্তির বয়স্ক ভাতার টাকা ব্যাংক থেকে উত্তোলন !
খবরটি শেয়ার করুন:

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার মালখানগর ইউনিয়নের ৩ ইউপি সদস্যের বিরুদ্ধে ১৮ জন মৃত ব্যক্তির বয়স্ক ভাতার টাকা ব্যাংক থেকে উত্তোলনের অভিযোগ পাওয়া গেছে। ৩ থেকে ১০ বছর আগে মারা গেছে এমন মৃত ব্যক্তির বয়স্ক ভাতার বই জমা না দিয়ে ব্যাংক থেকে প্রায় ২ লাখ টাকা উত্তোলন করা হয়েছে। এ নিয়ে গত দুইদিন ধরে সিরাজদিখানে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

জানা গেছে, সোনালী ব্যাংক সিরাজদিখানের তালতলা শাখায় রোববার মালখানগর ইউপি ৭, ৮ ও ৯ নং ওয়ার্ড সদস্য নাজমা বেগম, ৪ নং ওয়ার্ড সদস্য হারুন-অর-রশিদ ও ৭ নং ওয়ার্ড সদস্য ফারুক হোসেন ভুইয়া টাকা উত্তোলন করতে গেলে ব্যাংক ম্যানেজারের সন্দেহ হয়। এতে ম্যানেজার টাকা দিতে অপারগতা প্রকাশ করে তাদের ফিরিয়ে দেয়। পরে বিষয়টি উপজেলা চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদকে অবগত করেন ব্যাংক ম্যানেজারকে জানান।

ব্যাংক সূত্র জানায়, এর আগে এই তিন ইউপি সদস্য ৩ থেকে ১০ বছর আগে মারা গেছে এমন ১৮ জন মৃত ব্যক্তির বয়স্ক ভাতার বই জমা না দিয়ে ব্যাংক থেকে প্রায় ২ লাখ টাকা উত্তোলন করেছে। নাম প্রকাশে অনিচ্ছুক সোনালী ব্যাংক তালতলা শাখার ম্যানেজার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সিরাজদিখান উপজেলা চেয়ারম্যান মহিউদ্দিন আহম্মেদ জানান, এমন ঘটনা শুনে বয়স্ক ভাতার বই গুলো চেয়েছি। টাকা উত্তোলন হলেও তা সরকারি নিয়মের বাইরে করা হয়েছে কিনা তা খতিয়ে দেখা হবে। তবে মৃত্যুর দুই এক মাসের মধ্যে টাকা উত্তোলন করা যেতে পারে।

এ প্রসঙ্গে অভিযুক্ত মালখানগর ইউপি ৪ নং ওয়ার্ড সদস্য হারুন অর রশিদ সাংবাদিকদের জানান, যাদের বই তারা আমার কাছ থেকে সুপারিশ নিয়েছে, এটাই আমার ভুল। উপজেলা চেয়ারম্যান রোববার সমাধান করেছেন।

তবে অপর ইউপি সদস্য নাজমা বেগম ও ফারুক হোসেনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

error: দুঃখিত!