মুন্সীগঞ্জের সিরাজদিখানের (১৬সেপ্টেম্বর) বুধবার সকাল সাড়ে ১০টায় তালতলা বাজারে অবৈধভাবে দখল হওয়া ১টি ক্লাব ও ৩টি টং দোকানের উচ্ছেদ অভিযান চালানো হয়েছে।
বাজারে দখল হওয়া ক্লাব ও দোকান উচ্ছেদ করা হয়।
উচ্ছেদকৃত প্রতিষ্ঠান সমূহের মধ্যে সূর্যসেনা সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের কার্যালয়, আব্দুল কাদেরের দোকান, ফারুক হোসেনের দোকান,জাহাঙ্গীর আলমের দোকান ।
এ উচ্ছেদ অভিযানটি পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাহিনা পারভীন ।
অভিযানে তাকে সাহায্য করেন ভারপ্রাপ্ত কানুনগো আবু হানিফ, সরকারী কর্মকর্তা, থানা প্রশাসন ও স্থানীয়রা।
এ প্রসঙ্গে সহকারী কমিশনার ভূমি বলেন, প্রায় ৬০লাখ টাকার ভূমি অবৈধ দখলদাররা দীর্ঘ দিন যাবৎ দখল করে আসছিল ।
প্রশ্নের জবাবে তিনি আরও জানান, শুধু তালতলা বাজারে নয় সিরাজদিখানে আমার আওতাধীন ১ টুকরা জমিও কেউ অবৈধভাবে দখল করে রাখতে পারবেন না । আমরা পর্যায়ক্রমে সকল অবৈধদের উচ্ছেদ করব।