মুন্সিগঞ্জ, ১১ অক্টোবর, ২০২০, সিরাজদিখান প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জের সিরাজদিখানে সাবেক রাষ্ট্রপতি ও বিকল্প ধারা বাংলাদেশ এর প্রেসিডেন্ট ডা. এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরীর ৯১ তম জন্মদিন পালন করা হয়েছে।
রোববার বিকাল ৫ টায় উপজেলার কেয়াইন ইউনিয়নের নিমতলায় বিকল্প যুবধারার উপজেলা কার্যালয়ে দোয়া ও পরে কেক কেটে জন্ম দিন পালন করা হয়।
বিকল্পধারা ও বিকল্প যুবধারার আয়োজনে প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিরাজদিখান উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মঈনুল হাসান নাহিদ।
বিকল্পধারার উপজেলা আহবায়ক মো. শাহ আলম আলমাস এর সভাপতিত্বে অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন, বিকল্পধারার সদস্য সচিব মাসুদ পারভেজ, যুবধারা আহবায়ক মো. কবির হোসেন, যুবধারা সদস্য সচিব মহিউদ্দিন সায়েম, বিকল্প ধারা যুগ্ন আহবায়ক বজলুর রহমান, বিকল্প যুবধারার যুগ্ন আহবায়ক সাইফুল ইসলাম মিন্টু, যুগ্ন আহবায়ক মিজানুর রহমান চন্দন, যুগ্ন আহবায়ক যুবধারা ইলিয়াছ হোসেন শাওন, যুগ্ন আহবায়ক আমিনুল ইসলাম লিপু, এমপি মাহী বি. চৌধুরীর ব্যাক্তিগত সহকারী ওবায়দুল্লাহ সোহাগ।
সিরাজদিখান প্লান-বি প্রধান সমন্বয়কারী সাইফুল ইসলাম পিন্টুসহ সংগঠনের আরো নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এছাড়া সন্ধ্যায় উপজেলার কোলা ইউনিয়নের থৈরিগাঁও যুবধারার আঞ্চলিক কার্যালয়ে সাইফুল ইসলাম মিন্টুর সভাপতিত্বে জন্মদিন পালন করা হয়।