১২ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
বৃহস্পতিবার | রাত ৪:২৪
Search
Close this search box.
Search
Close this search box.
সিরাজদিখানে সম্মাননা স্মারক ও বই প্রদান
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ৩ সেপ্টেম্বর, ২০২০, সিরাজদিখান প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের সিরাজদিখানে লেখক ও কবি আলহাজ্ব মোঃ শামসুল হককে হেলথ কেয়ার হাসপাতাল এন্ড ডায়াগনষ্টিক সেন্টারের পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে।

সেই সাথে হাসপাতালটির সংশ্লিষ্ট কর্মকর্তাদের উদ্যোগে লেখকের পক্ষ থেকে বই প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বিকাল ৩ টায় উপজেলার মোড় সংলগ্ন আলাউদ্দিন কমপ্লেক্স ভবনের ২য় তলায় হেলথ কেয়ার হাসপাতাল এন্ড ডায়াগনষ্টিক সেন্টারের হল রুমে এ অনুষ্ঠন অনুষ্ঠিত হয়।

হেলথ কেয়ার হাসপাতাল এন্ড ডায়াগনষ্টিক সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক আঃ হাকিম হাওলাদারের সভাপতিত্বে ও চেয়ারম্যান মোঃ ইকবাল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিরাজদিখান উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি আলহাজ্ব মহিউদ্দিন আহমেদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মুন্সিগঞ্জ জেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক ও দৈনিক মুন্সীগঞ্জের খবর পত্রিকার সম্পাদক এড. সোহানা তাহমিনা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কাজী ওয়াহেদ মোঃ সালেহ, ইছাপুরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিন হাওলাদার, উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুস ধীরন, বালুরচর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আবু বকর সিদ্দিক, রশুনিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইকবাল হোসেন চোকদার, বিক্রমপুর কে বি ডিগ্রি কলেজের অধ্যক্ষ শাসমুল হক হাওলাদার, মালখানগর বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ শফিউদ্দিন হাওলাদার, উপজেলা বিএনপির সাদারণ সম্পাদক আওলাদ হোসেন মোল্লা, সিরাজদিখান পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের ডিজিএম খন্দকার মাহমুদুল হাসান। 

অনুষ্ঠানের সার্বিক পরিচালনায় ছিলেন, হেলথ কেয়ার হাসপাতাল এন্ড ডায়াগনষ্টিক সেন্টারের পরিচালক মোঃ মুক্তা হোসেন (মুক্তার) ও মোঃ সাইফুল ইসলাম (ফারুক)।

অনুষ্ঠান শেষে হেলথ কেয়ার হাসপাতাল এন্ড ডায়াগনষ্টিক সেন্টারের কর্মকর্তা, কর্মচারিসহ উপস্থিত গণ্যমান্য ব্যক্তিবর্গকে লেখক আলহাজ্ব মোঃ শামুসল হকের লেখা এক শতাধিক বই প্রদান করা হয়।

error: দুঃখিত!