১৪ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
শনিবার | সকাল ১০:১০
Search
Close this search box.
Search
Close this search box.
সিরাজদিখানে শোক দিবস উপলক্ষে দোয়া ও আলোচনা সভা
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ৩১ আগস্ট, ২০২২, সিরাজদিখান প্রতিনিধি (আমার বিক্রমপুর

১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলা তাঁতী লীগের আয়োজনে উপজেলা মোড় বাসস্ট্যান্ড সংলগ্ন উপজেলা আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয় আঙিনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মহিউদ্দিন আহম্মেদ।

বুধবার দুপুরে উপজেলা তাঁতি লীগের সভাপতি মোঃ রাসেল শেখের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবুর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, মুন্সিগঞ্জ জেলা তাঁতি লীগ সভাপতি আনোয়ার দেওয়ান, সিরাজদিখান উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান হেলেনা ইয়াসমিন, সিরাজদিখান উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ঢালী মোঃ শহিদ, উপজেলা কৃষক লীগ সভাপতি দিন মো. লালু, বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির সদস্য আনিসুর রহমান রিয়াদ৷

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক সদস্য আরিফ রশিদ, ইছাপুরা ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি সুখন চৌধুরীসহ আরো অনেকে।

আলোচনা সভা শেষে বঙ্গবন্ধুসহ ১৫ আগস্টে নিহত সকল শহীদদের মাগফিরাত কামনা করে দোয়া ও গণভোজের আয়োজন করা হয়।

error: দুঃখিত!