৯ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
শনিবার | রাত ১০:৩০
Search
Close this search box.
Search
Close this search box.
সিরাজদিখানে রাতের আঁধারে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর নির্বাচনী ক্যাম্প ভাঙচুর
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ১৩ ডিসেম্বর, ২০২১, সিরাজদিখান প্রতিনিধি (আমার বিক্রমপুর)

রাতের আঁধারে মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার জৈনসার ইউনিয়ন পরিষদ নির্বাচনে আনারস প্রতীকের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী রফিকুল ইসলাম দুদুর নির্বাচনী ক্যাম্প ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে।

আজ সোমবার (১৩ ডিসেম্বর) দুপুরে রফিুকুল ইসলাম দুদু এ বিষয়ে রিটার্নিং কর্মকর্তার বরাবর লিখিত অভিযোগ করেন।

তিনি জানান, ইউনিয়নের ৮ নং ওয়ার্ড ভাটিমভোগ এলাকায় ভোরে আমার কর্মীর মাধ্যমে ভাঙচুরের ঘটনা জানতে পেরে আমি ক্যাম্পে এসে সত্যতা পাই। তবে কারা করছে এ বিষয়ে আমি জানিনা। কারো বিরুদ্ধে আমার কোন অভিযোগও নেই, শুধু রিটার্নিং অফিসারের কাছে একটা লিখিত অভিযোগ দিয়েছি ।

নির্বাচনী রিটার্নিং অফিসার শাহিনা ইসলাম বলেন, এ বিষয়ে একটা অভিযোগ পেয়েছি, তদন্ত করে ব্যবস্থা নিব।

সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বোরহান উদ্দিন জানান, চকিদারের মাধ্যমে আমি জানতে পেরে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে তবে ভাঙচুরের আলামত পাইনি। ক্যাম্পের চেয়ার টেবিল এলোমেলো ছড়ানো ছিটানো ছিল। এ বিষয়ে প্রার্থীর কোন অভিযোগ নেই ।

উল্লেখ্য, আগামী ২৬ ডিসেম্বর চতুর্থ ধাপে সিরাজদিখান উপজেলার ১৪টি ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

error: দুঃখিত!