মুন্সিগঞ্জ, ১১ নভেম্বর, ২০২০, সিরাজদিখান প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জের সিরাজদিখানে বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
বুধবার বেলা ১১ টায় উপজেলা ডাক-বাংলোয় কেক কেটে এ অনুষ্ঠান পালন করা হয়।
উপজেলা যুবলীগের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ।
উপজেলা যুবলীগের যুগ্ন আহবায়ক ও রশুনিয়া উচ্চ বিদ্যালয়ের সভাপতি মাসুদ লস্কর এর সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা যুবলীগ আহবায়ক ও উপজেলা ভাইস চেয়ারম্যান মঈনুল হাসান নাহিদ।
এ সময় বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন, এসএম সোহরাব হোসেন, ইছাপুরা ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্দুল মতিন হাওলাদার, উপজেলা আওয়ামী লীগ যুগ্ন সম্পাদক রফিকুল ইসলাম বাবুল, জৈনসার ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম দুদু, বয়রাগাদী ইউপি চেয়ারম্যান গাজী আলাউদ্দিন, চিত্রকোট ইউপি চেয়ারম্যান শামসুল হুদা বাবুল, দপ্তর সম্পাদক ঢালী মো. শহিদুল, জেলা পরিষদ সদস্য হাজী নেকবর হোসেন, জেলা যুবলীগ সহ সভাপতি মহসিন ভুইয়া, সাধারণ সম্পাদক মো. ফেরদাউস আলম খান, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম, পরিবেশ বিষয়ক সম্পাদক ইকবাল খান।
এছাড়া আরো অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা যুবলীগ সাবেক আহবায়ক রাকিবুল ইসলাম, যুবলীগ সদস্য জাহিদ সিকদার, জেলা ছাত্রলীগ সাবে সাধারণ সম্পাদক এ্যাড. আবু সাঈদ, কৃষকলীগ সভাপতি দ্বীন মোহাম্মদ লালু, সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা সেন্টু, উপজেলা স্বেচ্চাসেবকলীগ সভাপতি তালুকদার বাবু, সাধারণ সম্পাদক চঞ্চল চৌধুরী, জেলা ছাত্রলীগ সহ সভাপতি মহসিন রেজা, উপজেলা ছাত্রলীগ সভাপতি সৈকত মাহমুদ, সাধারণ সম্পাদক পারভেজ চোকদার পাপ্পু প্রমুখ।