বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজদিখান আওয়ামী যুবলীগের যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকাল ৪টায় তালতলা বাজার ছবি ছন্দা সিনেমা হল প্রাঙ্গণে মালখানগর ইউনিয়ন যুবলীগ এ সমাবেশের আয়োজন করে।
সমাবেশে প্রধান অতিথি ছিলেন, সিরাজদিখান উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি মহিউদ্দিন আহম্মেদ।
বিশেষ অতিথি ছিলেন সিরাজদিখান উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এস এম সোহরাব হোসেন।
মালখানগর ইউনিয়ন যুবলীগের সভাপতি মকবুল হোসেন আনুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. আহসানুল ইসলাম আমিনের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন- ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী যুবলীগ সহ-সভাপতি মুহাম্মদ মাহবুবুর রহমান পলাশ, সিরাজদিখান উপজেলা আওয়ামী যুবলীগ আহব্বায়ক রাকিবুল হাসান রাকিব, সিরাজদিখান উপজেলা আওয়ামী যুবলীগ যুগ্ন-আহব্বায়ক সাইফুল ইসলাম দিপু, সিরাজদিখান উপজেলা আওয়ামী যুবলীগ যুগ্ন-আহব্বায়ক মনোয়ার হোসেন মনু, সিরাজদিখান উপজেলা আওয়ামী যুবলীগ যুগ্ন-আহব্বায়ক মীর মোশারফ হোসেন সুমন, ইছাপুরা ইউনিয়ন যুবলীগের সভাপতি সুখন চৌধুরী।
এ সময় উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক সামসুল হক, মালখানগর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আনিছুর রহমান মৃধা, মালখানগর ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মো. মাসুদ খান, বয়রাগাদী ইউনিয়ন চেয়ারম্যান গাজী আলাউদ্দিন, সিরাজদিখান উপজেলা সাবেক ছাত্রলীগ সভাপতি জহিরুল ইসলাম লিটু, মালখানগর ইউনিয়ন যুবলীগ কার্যকরী সদস্য আনিছুর রহমান রিয়াদ প্রমুখ।