২রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
সোমবার | দুপুর ১:২৫
Search
Close this search box.
Search
Close this search box.
সিরাজদিখানে যথাযোগ্য মর্যাদায় জাতির পিতার ১০১ তম জন্মদিন পালন
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ১৭ মার্চ, ২০২১, সিরাজদিখান প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের সিরাজদিখানে যথাযোগ্য মর্যাদায় হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১ তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদের উদ্যোগে বুধবার (১৭ মার্চ) সকাল সাড়ে ৯টায় উপজেলা মুক্তিযুদ্ধা কমপ্লেক্সের সামনে জাতির জনকের প্রতিকৃতিতে প্রথমে উপজেলা প্রশাসন ও পরিষদের পক্ষে পুষ্পমাল্য অর্পণ করা হয়।

পর্যায়ক্রমে উপজেলা আওয়ামী লীগ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, সিরাজদিখান থানা, উপজেলা যুবলীগ, উপজেলা ছাত্রলীগ সহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নের্তৃবৃন্দ শ্রদ্ধা নিবেদন করেন।

পুষ্পার্ঘ অর্পন শেষে উপজেলা মুক্তিযুদ্ধা কমপ্লেক্স থেকে একটি বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের হয়ে উপজেলা পরিষদে এসে শেষ হয়। এ সময় উপজেলা পরিষদ প্রাঙ্গনে আনুষ্ঠানিক ভাবে কেক কেটে জাতির জনকের জন্মদিন পালন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ ফয়জুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আহমেদ সাব্বির সাজ্জাদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মঈনুল হাসান নাহিদ, মহিলা ভাইস চেয়ারম্যান তাহমিনা আক্তার তুহিন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ আঞ্জুমান আরা, সিনিয়র সহকারী পুলিশ সুপার (সিরাজদিখান সার্কেল) মো. রাকিবুল ইসলাম, থানা অফিসার ইনচার্জ এস এম জালাল উদ্দিন, লতব্দি ইউপি চেয়ারম্যান এস এম সোহরাব হোসেন, বালুরচর ইউপি চেয়ারম্যান মো. আবু বকর সিদ্দিক, রশুনিয়া ইউপি চেয়ারম্যান ইকবাল, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক তাজুল ইসলাম পিন্টু, উপজেলা ছাত্রলীগ সভাপতি সৈকত মাহমুদ, সাধারণ সম্পাদক পারভেজ চোকদার পাপ্পুসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠন, বীর মুক্তিযোদ্ধাসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারি ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ। এ ছাড়াও দিবসটি উপলক্ষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

error: দুঃখিত!