মুন্সিগঞ্জ ৮ নভেম্বর, ২০১৯, সিরাজদিখান প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জের সিরাজদিখানে মীর আলী মিয়াকে (৬০) হত্যার ঘটনায় মামলা হয়েছে। শুক্রবার রাতে ২০ জনকে আসামি করে সিরাজদিখান থানায় হত্যা মামলা করেন মীর আলীর স্ত্রী আনোয়ারা বেগম ।
বিষয়টি নিশ্চিত করে সিরাজদিখান থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.ফরিদ উদ্দিন বলেন, শুক্রবার নিহতের স্ত্রী বাদী হয়ে মো.কামিজুদ্দিন কামুকে প্রধান আসামী করে ২০ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন।
মুন্সিগঞ্জ সদর হাসপাতালে ময়নাতদন্ত শেষে মীর আলীর মরাদেহ পরিবারের কাছে হস্তান্তর পর গতকাল শনিবার বাদ আসর জানাজা নামাজ শেষে পূর্ব চান্দেরচর গোরস্তানে দাফন করা হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।
উল্লেখ্য, বালুচর চান্দের চরে সিরাজদিখান থানা পুলিশের যাতায়াতের ব্যবস্থা খারাপ হওয়ায় এই কামিজুদ্দিন কামু বাহিনী জমি দখল, সন্ত্রাসী চাঁদাবাজী সহ বিভিন্ন অপকর্ম করে বেড়ায়। এদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
এরই ধারাবাহিকতায় শুক্রবার (৮ ই নভেম্বর) দুপুরে সিরাজদিখানের বালুচর ইউনিয়নের পূর্ব চান্দের চর গ্রামে জমিসংক্রান্ত বিরোধের জের ধরে সাবেক ইউপি সদস্য মরহুম সুরুজ আলীর পুত্র কামিজুদ্দিন কামুর নেতৃত্বে মীর আলীকে পিটিয়ে হত্যা করে।