মুন্সিগঞ্জ, ২১ অক্টোবর, ২০২০, সিরাজদিখান প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জের সিরাজদিখানে ২০১৯/২০ অর্থবছরে রাজস্ব খাতের অর্থায়নে বাস্তবায়িত রোপা আমন ধান প্রদর্শনীর মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকাল ৫ টায় উপজেলার ইছাপুরা ইউনিয়নের চন্দনধুল গ্রামে এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়।
উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মোহসিনা জাহান তোরণের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মুন্সিগঞ্জ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক শাহ আলম।
বিশেষ অতিথি ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা শাফীয়ার রহমান। আরো ছিলেন উপ সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মো. মোশারফ হোসেন,উপ সহকারী কৃষি অফিসার নারায়ণ সরকার, শফিকুল ইসলাম, মো.সালাহউদ্দিন সুজন,মো.আরিফুল ইসলাম প্রমুখ। এ মাঠ দিবসে ইউনিয়নের কৃষকরা উপস্থিত ছিলেন।