মুন্সিগঞ্জ, ৫ জুন, ২০২১, সিরাজদিখান প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জের সিরাজদিখানে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি),গাজীপুর বোরো ২০২১ মওসুমে ব্রি ধান ৬৭,৭৪,৮৪ ও ৮৮ জাত সমূহের প্রদর্শনীর মাঠদিবস ও শস্য কর্তন অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার (৫ জুন) দুপুর ১২ টায় উপজেলার বয়রাগাদী ইউনিয়নের গোবরদী সরকারি প্রাঃ বিদ্যালয় মাঠে সিরাজদিখান কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহযোগিতায় কৃষি গবেষক ও কর্মকর্তারা ৬৭,৭৪,৮৪ ৮৮ ব্রি ধান জাত গুলোর অন্য ধানের তুলনায় উচ্চ ফলনশীল দিক গুলো কৃষকদের মাঝে তুলে ধরেন। এর আগে প্রধান অতিথি ধান কর্তন করেন।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ঢাকা অঞ্চলের ফলিত গবেষণা বিভাগ ব্রি গাজীপুরের অতিরিক্ত পরিচালক বশির আহম্মদ সরকারের সভাপতিত্বে ও সিরাজদিখান কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোহসিনা জাহান তোরণ এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট গাজীপুরের মহাপরিচালক ড. মোঃ শাহজাহান কবীর।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট গাজীপুরের পরিচালক ড. কৃষ্ণপদ হালদার, গাজীপুর ফলিত গবেষণা বিভাগের মূখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা এবং বিভাগীয় প্রধান ড. মোঃ হুমায়ুন কবীর, মুন্সিগঞ্জ জেলার উপ-পরিচালক মো. খোরশেদ আলোম, জেলা প্রশিক্ষন কর্মকর্তা মো. ওয়াহিদুর রহমান, সিরাজদিখান কৃষি কর্মকর্তা কল্যান কুমার সরকার, বয়রাগাদী ইউপি চেয়ারম্যান গাজী মো.আলাউদ্দিন, সিরাজদিখান উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মোশারফ হোসেনসহ অন্যান্য কৃষি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এ সময় প্রধান অতিথি কৃষকদের মাজে বীজ বিতরণ ও ধান সহ বিভিন্ন ফসল সম্পর্কে মতবিনিময় করেন ।