মুন্সিগঞ্জ, ৫ অক্টোবর, ২০২০, সিরাজদিখান প্রতিনিধি (আমার বিক্রমপুর)
টেকনোলজি এমপাওয়ারমেন্ট সেন্টার অন হুইলস ফর আন্ডার প্রিভিলেজড রুরাল ইয়ং পিপল অফ বাংলাদেশ (টেকাব) শীর্ষক কারিগরি সহায়তা প্রকল্পের আওতায় ভ্রাম্যমাণ কম্পিউটার ভ্যানে সিরাজদিখানে কম্পিউটার প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বেলা ১১ টায় উপজেলা অডিটোরিয়ামে যুব উন্নয়ন অধিদপ্তর সিরাজদিখান অফিসের আয়োজনে এ প্রশিক্ষণ উদ্বোধন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ ফয়েজুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ।
বিশেষ অতিথি ছিলেন বিশেষ অতিথি মুন্সীগঞ্জ যুব উন্নয়ন অধিদপ্তরে উপ-পরিচালক মো. মতিয়ার রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান মঈনুল হাসান নাহিদ, যুব উন্নয়ন কর্মকর্তা ডলি রানী নাগ প্রমুখ।