১২ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
বৃহস্পতিবার | ভোর ৫:২১
Search
Close this search box.
Search
Close this search box.
সিরাজদিখানে ভূমিহীন লোকমানকে রিকশা দিলেন যুবধারার সভাপতি
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ১৯ জুলাই, ২০২০, সিরাজদিখান প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জ জেলার সিরাজদিখান উপজেলার কেয়াইন ইউনিয়নের সিংগারটেক নিবাসী ভূমিহীন মোঃ লোকমানকে রিকশা দিলেন বিকল্প যুবধারার কেন্দ্রীয় সভাপতি মুন্সিগঞ্জ ১ আসনের সংসদ সদস্য মাহী বি চৌধুরীর এপিএস উপাধ্যক্ষ মোঃ আসাদুজ্জামান বাচ্চু।

রোববার (১৯ জুলাই) নিমতলা শিপলু এন্টারপ্রাইজের সামনে ভূমিহীন মোঃ লোকমানের কাছে রিকশা হস্তান্তর করা হয়।

জানা যায়, দুই পুত্র সন্তানের জনক মোঃ লোকমান (৪০) একজন স্নায়ু দুর্বলতার রোগী। একটানা বেশিক্ষণ পায়ে চালিত রিকশা চালাতে পারেন না।আর্থিক সংকটের কারণে নিজে রিকশা কিনতে না পারায় দীর্ঘদিন ধরে ভাড়ায় চালিত রিকশা চালাচ্ছিলেন লোকমান। ভাড়া দেওয়ার পর অবশিষ্ট আয় দিয়ে পরিবার-পরিজন নিয়ে অতি কষ্টে দিনাতিপাত করতে হচ্ছিল তাকে।

এমন দুরাবস্থার কথা শুনে তাকে বিশ হাজার টাকা দিয়ে নতুন একটি আটোরিকশা তৈরি করে দিলেন আসাদুজ্জামান বাচ্চুর পরিবার।

নতুন রিকশা পেয়ে মোঃ লোকমান বলেন, আমি অত্যন্ত খুশি হয়েছি। আজ থেকে আমার নিজের একটি রিকশা হলো এখন আমার আয় আগের চেয়ে বাড়বে, ইনশাল্লাহ বউ পোলাপাইন নিয়ে তিনবেলা পেট ভরে খেতে পারবো।

error: দুঃখিত!