মুন্সিগঞ্জ, ১২ জানুয়ারি, ২০২১, সিরাজদিখান প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার মালখানগর ইউনিয়ন বিকল্প যুবধারার আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।
গতকাল সোমবার বিকাল ৫ টায় উপজেলার তালতলা বাজারে মরহুম মতিউর রহমানের বাড়িতে এ আহবায়ক কমিটি গঠন করা হয়।
এতে মো.বাবলুকে আহবায়ক ও রাশেল খানকে সদস্য সচিব করে ৩১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষনা করা হয়।
উপজেলা বিকল্প যুবধারার আহবায়ক মাে. কবির হােসেনের সভাপতিত্বে ও যুগ্ন আহবায়ক মাে. হাফিজুর রশিদ খান হাফিজের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন, বিকল্প ঘুবধারার কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি উপাধ্যক্ষ মােঃ আসাদুজ্জামান বাচ্চু।
বিশেষ অতিথি ছিলেন, কেন্দ্রীয় যুবধারার সহ সভাপতি মো. মাছুম হোসেন (আপু), উপজেলা বিকল্প যুবধারার সদস্য সচিব মহিউদ্দিন শেখ সায়েম, ইলিয়াস হােসেন শাওন, মাসুদ বিন গনী, হাবিবুর রহমান বাবু, দুলাল সরদার, নাহিদ হাসান, মনির হােসেন রতন, আরিফ হােসেন বেপারী, হৃদয় আহম্মেদ প্রমুখ।