মুন্সিগঞ্জ, ৫ জুন, ২০২১, সিরাজদিখান প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জের সিরাজদিখানে প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষির্কী উপলক্ষে এ প্রদর্শনীর আয়োজন করা হয়।
উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের আয়োজনে আজ শনিবার (৫ জুন) দিনব্যাপী উপজেলার মালখানগর কলেজ মাঠে প্রদর্শনী অনুষ্ঠিত হয়। এ সময় ৩২ স্টলে উপজেলার ১৪ টি ইউনিয়নের খামারিরা বিভিন্ন প্রজাতির গরু, ছাগল, ভেড়া, হাঁস, মুরগি, পাখি, কবুতর ও খরগোশ প্রদর্শন করেন।
এ উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মুন্সিগঞ্জ-১ আসনের সাংসদ মাহী বি. চৌধুরী।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ ফয়েজুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ ও মালখানগর ডিগ্রি কলেজ অধ্যক্ষ সফিউদ্দিন হাওলাদার। এ সময় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. হাসান আলী।
উপজেলা প্রাণিসম্পদ ভেটেরিনারী সার্জন ডা. শবনম সুলতানা ও উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা জান্নাত নাহারের সঞ্চালনায় অতিথিদের মধ্যে আরও উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক এসএম সোহরাব হোসেন, জেলা আওয়ামী লীগের শ্রমবিষয়ক সম্পাদক লেখক সামছুল হক, মালখানগর হাই স্কুলের প্রধান শিক্ষক মঞ্জুরুল আলম, বিকল্প যুবধারার কেন্দ্রীয় কমিটির সভাপতি আসাদুজ্জামান বাচ্চু, জেলা হিন্দু-বৌদ্ধ-খিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক সুবীর চক্রবর্তি, মালখানগর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আনিসুর রহমান মৃধাসহ আরো অনেকে।