পূর্বশত্রুতার জেরে মুন্সীগঞ্জের সিরাজদিখানের হাজীগাও গ্রামে বিষ খাইয়ে এক খামারির আটটি ষাড় গরু হত্যা করা হয়েছে। বিষক্রিয়ায় আরও কয়েকটি গরু অসুস্থ হয়ে পড়েছে।
শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে। মারা যাওয়া আটটি গরুর আনুমানিক মূল্য ৬ লাখ টাকা।
এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন গ্রামের বাসিন্দারা। তারা জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
জানা গেছে, স্থানীয় চালতিপাড়া গ্রামের শওকত আলী তিন বছর আগে সানজিদা পোল্টি ফার্ম নামে হাজীগাও এলাকায় একটি গরুর খামার কেনেন। শুক্রবার বিকালে খামারে থাকা ২১টি গরুকে খাবার হিসেবে ছাটা ও ভুসি দেয়া হয়।
দিনের কোনো সময়ে দুর্বৃত্তরা গরুর খাবারের জন্য খামারে রাখা পাত্রে (সিমেন্ট দিয়ে তৈরি, যা স্থানীয়ভাবে ‘চারি’ নামে পরিচিত) বিষ মিশিয়ে দেয়। সন্ধ্যার দিকে একে একে আটটি গরু মৃত্যুর কোলে ঢলে পড়ে।
খামারী শওকত আলী জানান, কারা কী উদ্দেশ্যে এ ঘটনা ঘটিয়েছে তা জানা যায়নি। তার ধারণা- শত্রুতার বশবর্তী হয়ে কেউ এ ঘটনা ঘটতে পারে।
কাঁদতে কাদঁতে শওকত আলী বলেন, ‘আমার আয়ের উৎসই ছিল গবাদি পশুপালন। গরুগুলো হারিয়ে এখন আমি পথে বসে গেলাম।’
পল্লী পশু চিকিৎসক ইয়াসিন ফিরোজ বলেন, সংবাদ পেয়ে সেখানে যাওয়ার আগেই বিষক্রিয়ায় আটটি গরু মারা যায়। অসুস্থ গরুগুলোকে চিকিৎসা দেয়া হয়েছে। গরুর খাবারের সঙ্গে বিষের আলামত পাওয়া গেছে।
সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়ারদৌস হাসান জানান, এখনও কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।