২৫শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
শুক্রবার | রাত ৪:৫৬
সিরাজদিখানে পুলিশের র‌্যালী
খবরটি শেয়ার করুন:

সেলিনা ইসলাম: ৫ অক্টোবর ২০১৫ (বিক্রমপুর সংবাদ ডটকম): মুন্সীগঞ্জে এসপি কাপ (অনুর্ধ ২১) আন্তঃ থানা কাবাডি প্রতিযোগিতা-২০১৫ সোমবার থেকে শুরু হয়েছে। এ উপলক্ষে সিরাজদিখান থানা পুলিশ সোমবার সকাল ১১ টায় থানা গেট থেকে একটি র‌্যালী বের করে। থানার ওসি (প্রশাসন) ইয়ারদৌস হাসানের নেতৃত্বে র‌্যালীটি থানা গেট থেকে বের হয়ে সিরাজদিখান বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে থানা গেটে এসে শেষ হয়।

র‌্যালীতে উপস্থিত ছিলেন, ওসি (তদন্ত) জিল্লুর রহমান, সাংবাদিক ইমতিয়াজ উদ্দিন বাবুল, সুব্রত দাস রনক, ইকবাল হোসাইন ইকু, সালাহ উদ্দিন সালমান, সেকেন্ড অফিসার এস আই আমিনুল ইসলাম, থানা ছাত্রলীগের সা. সম্পাদক পারভেজ চোকদার পাপ্পু ।
এ ব্যাপারে জেলা সিনিয়র অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মাহফুজুর রহমান জানান, দেশের জাতীয় খেলা কাবাডি কিন্তু দিন দিন হারিয়ে যাচ্ছে। যুবকরা খেলাধুলায় থাকলে লেখপড়া শারিরিক সুস্থ্যতা বৃদ্ধিপায়। ভারত কাবাডিতে কত এগিয়ে তাই আমরাও নতুন ভাবে শুরু করতে চাচ্ছি। আমাদের খেলায় সিনেমা তারকা নায়ক ফেরদৌসসহ আরো অনেক অতিথি থাকবেন।

error: দুঃখিত!