মুন্সিগঞ্জ, ৩০ মে ২০২৪, ডেস্ক রিপোর্ট (আমার বিক্রমপুর)
তৃতীয় ধাপে মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলা পরিষদ নির্বাচনে দ্বিতীয়বারের মত মহিলা ভাইস চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন তাহমিনা আক্তার (তুহিন)।
ফুটবল প্রতীকে ৪০ হাজার ৬৯৮ ভোট পেয়ে বিজয়ী হন তিনি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সেলাই মেশিন প্রতীকের আয়েশা আক্তার পেয়েছেন ৩৭ হাজার ৪২৪ ভোট। ৩ হাজার ২৭৪ ভোটের ব্যবধানে জয় পেয়েছেন তাহমিনা।
গতকাল বুধবার (২৯ মে) সিরাজদিখান উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়। এই নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দীতা করেন।
অন্য ৩ প্রার্থীদের মধ্যে হাঁস প্রতীক নিয়ে আখি শাহীন ১৭ হাজার ৫৪০ ভোট, কলস প্রতীক নিয়ে ফারহানা আক্তার (লিজা) ৬ হাজার ২০১ ভোট ও বৈদ্যুতিক পাখা প্রতীক নিয়ে লুৎফুন নাহার ৯ হাজার ৭৭২ ভোট পেয়েছেন।
সিরাজদিখান উপজেলায় ৯৬ টি কেন্দ্রে মোট ভোটারের সংখ্যা ২ লাখ ৫৮ হাজার ৬৪৬ জন। মহিলা ভাইস চেয়ারম্যান পদে ভোট পড়েছে ১ লাখ ১৭ হাজার ৪২৫ টি। এর মধ্যে বাতিল হয় ৬ হাজার ৭১১ টি ভোট। ভোট পড়েছে ৪৫ দশমিক ৪০ শতাংশ।