১৬ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ
বুধবার | রাত ৪:০৬
সিরাজদিখানে দু’পক্ষের সংঘর্ষে আহত ৩
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ৭ এপ্রিল, ২০২১, সিরাজদিখান প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের সিরাজদিখানে জমি সংক্রান্ত বিরোধের জেড়ে দু’পক্ষের সংঘর্ষে ৩ জন আহত হয়েছে।

গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলার বালুচর ইউনিয়নের খাসমহল বালুচরের আলী মার্কেটের সামনে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন, বেলায়েত হোসেন (৫০), সুরবানু (৪০) এবং ফয়সাল হোসেন (২২)। গুরুতর আহত বেলায়েত হোসেনকে প্রথমে সিরাজদিখান স্বাস্থ্য কমপ্লেক্স পরে ঢাকা মিডফোর্ট হাসপাতালে নেওয়া হয়।

সিরাজদিখান থানার ওসি (তদন্ত) মো.কামরুজ্জামান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, গুরুতর আহত বেলায়েত হোসেনকে ঢাকা মিডফোর্ট হাসপাতালে ভর্তি আছে। এখনো কোন অভিযোগ কিংবা মামলা হয়নি।