মুন্সিগঞ্জ, ৬ অক্টোবর, ২০২০, সিরাজদিখান প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জের সিরাজদিখানে থমথমে অবস্থায় জাতীয়তাবাদী যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।
এসময় থানা যুবদলের দুই গ্রুপের মধ্যে দফায় দফায় কথা কাটাকাটি ও হাতাহাতি হয়। পরে সিনিয়র নেতাদের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
কর্মীসভাটি মঙ্গলবার বিকাল ৩ টায় অনুষ্ঠান শুরু হয়ে সন্ধা ৭টায় সমাপ্ত হয়।
থানা যুবদলের আয়োজনে উপজেলা বিএনপির সভাপতি আব্দুল কুদ্দুস ধীরনের বাড়ীতে কুসুমপুরে এ কর্মী সভা অনুষ্ঠিত হয়। সভায় থানা যুবদলের কমিটি ১০/১২ দিনের মধ্যে বিলুপ্ত ঘোষনা ও দ্রুত আহবায়ক কমিটি করার প্রস্তাব করা হয়।
উপজেলা যুবদলের সভাপতি ইয়াছিন সুমনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আফাজ উদ্দিন ভুইয়ার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি জাকির হোসেন নান্নু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি আব্দুল বাতেন শামীম, কেন্দ্রীয় কমিটির বিভাগীয় সহ-সভাপতি মজিবুর রহমান, জেলা যুবদলের সভাপতি সুলতান আহমেদ, সাধারণ সম্পাদক আব্দুস সালাম মোল্লা, সিরাজদিখান উপজেলা বিএনপির সভাপতি আব্দুল কুদ্দুস ধীরন, সাধারণন সম্পাদক আওলাদ হোসেন মোল্লা, সাংগঠনিক সম্পাদক সোহেল আহমেদ, উপজেলা যুবদল নেতা ইকবাল হোসেন, ইমতিয়াজ আহমেদসহ সিরাজদিখান উপজেলা বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।