১৩ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
শুক্রবার | দুপুর ২:৫৫
Search
Close this search box.
Search
Close this search box.
সিরাজদিখানে ডাকাতি মামলার আসামী গ্রেফতার
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ২০ অক্টোবর, ২০২০, সিরাজদিখান প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের সিরাজদিখানে ১ লক্ষ ৪৪ হাজার টাকা ডাকাতির অভিযোগে ১ ডাকাত গ্রেফতার করেছে পুলিশ।

গতকাল সোমবার ১৯ অক্টোবর রাত ৯ টায় উপজেলার কেয়াইন ইউনিয়নের কুচিয়ামোড়া ব্রিজের নিচে বাজার এলাকায় এস.আই সেকেন্দার আলীর নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে ১ ডাকাতকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত ডাকাত উপজেলার কেয়াইন ইউনিয়নের কুচিয়ামোড়া (জেলেপাড়া) গ্রামের মো: আনোয়ার হোসেন এর ছেলে মো: রুহুল আমিন (৩৭)।

গ্রেফতারকৃত মো: রুহুল আমিন ২৫ আগষ্ট ২০২০ তারিখ সিরাজদিখান থানার ২৩ নং মামলার তৃতীয় আসামী।

এ বিষয়ে সিরাজদিখান থানার ওসি মোহাম্মদ রিজাউল হক জানান, দস্যুতা মামলার ১ আসামির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে অপর আসামি রুহুল আমিন কে গ্রেপ্তার করে ৫ দিনের রিমান্ড চেয়ে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
উল্লেখ্য গত (২৫ আগষ্ট) উপজেলার ঢাকা-মাওয়া মহাসড়কের কুচিয়ামোড়া ব্রিজের নিচ থেকে রেনেটা কোম্পানীর সহকারী ডেলিভারিম্যান মোঃ নজরুল ইসলামের কাছ থেকে টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটে। উক্ত ঘটনায় সিরাজদিখান থানায় একটি মামলা দায়ের করা হয়।

error: দুঃখিত!