১৪ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
শনিবার | সকাল ৮:৪৫
Search
Close this search box.
Search
Close this search box.
সিরাজদিখানে জোর পূর্বক জমি দখল
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ১৭ নভেম্বর, ২০২০, সিরাজদিখান প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের সিরাজদিখানে এক অসহায় পরিবারের জমি দখল করার অভিযোগ উঠেছে এক ভূমিদস্যুর বিরুদ্ধে।

থানায় একাধিক অভিযোগ করেও প্রতিকার পাচ্ছেনা ভুক্তভোগী পরিবার।

জানা যায়, উপজেলার বালুচর ইউনিয়নের চান্দেরচর গ্রামের শুক্কুর আলীর ছেলে আনছার আলীর জৌত মালিকানা জায়গায় স্থাপনা নির্মান করছে চান্দেরচর গ্রামের মৃত হাজী আব্দুর রশিদের ছেলে ইস্রাফিল।

ভুক্তভোগী থানায় অভিযোগ করেও সুফল পাচ্ছে না। আইন শৃঙখলা অবনতি ঘটবে এ কথা ভেবে থানা পুলিশ একাধিকবার বাধা দিলেও কোন কর্নপাত করছে না ভুমি দস্যু ইস্রাফিল। এলাকার বিভিন্ন হাউজিং কোম্পানীর মাটি ভরাট এবং অস্ত্র মামলাসহ একাধিক মামলা রয়েছে ইস্রাফিলের বিরুদ্ধে ।

ভুক্তভোগী আনসার আলী জানান, চান্দের মৌজার আরএস ৮২ খতিয়ানে ৭৬০-৭৬১ দাগের আমার সাড়ে ১৭ শতাংশ জমির মধ্যে জোড় পূর্বক ঘর তুলার চেষ্টা করে আমি বাধা দিলে আমাকে দেখে নেওয়ার হুমকিও দেয় সে ।

অভিযুক্ত ইস্রাফিল বলেন, পুলিশ বাধা দিয়েছে আগামী শনিবার সমাধানের তারিখ হয়েছে। শনিবার দিন জমির মালিকানা বিষয়টি সুরাহ হবে।

সিরাজদিখান থানার এসআই ইমরান খান ঘটনার সত্যতার স্বীকার করে বলেন, অভিযোগ পাওয়ার পর ঘটনাস্থলে আমি একাধিকবার গিয়েছি। আমরা গেলে কাজ বন্ধ করে যখন চলে আসি পুনরায় কাজ শুরু করে।

error: দুঃখিত!