মুন্সিগঞ্জ, ২ জুন, ২০২১, সিরাজদিখান প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জের সিরাজদিখানে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪০ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে খাবার বিতরণ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার (২ জুন) দুপুরে হিরনের খিলগাঁও এতিমখানা ও মাদরাসায় দোয়া ও এতিমদের মাঝে খাবার বিতরণের আয়োজন করে উপজেলা যুবদল।
যুবদল কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক ও উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক সোহেল আহমেদ রানার সার্বিক সহযোগিতায় এসময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সহ-সভাপতি মোতাহার হোসেন উপজেলা যুবদলের সাবেক সভাপতি দেলোয়ার হোসেন ভুইয়া, মুন্সীগঞ্জ জেলা যুবদলের ১ম যুগ্ন সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, উপজেলা যুবদল সাবেক সহ-সভাপতি আব্দুর রহমান রানা, সাবেক সাধারণ সম্পাদক আতাউর হোসেন, উপজেলা শ্রমিকদলের সভাপতি নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক বাদশা মিয়া।
এছাড়া উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের অন্যান্য নেতাকর্মীরা দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন। দোয়া মোনাজাত পরিচালনা করেন হিরনের খিলগাঁও এতিমখানা ও মাদরাসার প্রিন্সিপাল মাওলানা শরিফুল ইসলাম মাহমুদি।