মুন্সিগঞ্জ, ১৭ মার্চ, ২০২১, সিরাজদিখান প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জের সিরাজদিখানে ১শত কেজি জাটকা ইলিশ মাছ জব্দ করা হয়েছে।
আজ বুধবার সকাল ১০টায় উপজেলার মালখানগর ইউনিয়নের তালতলা বাজার থেকে এই জাটকা ইলিশ জব্দ করে উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা যুধিষ্ঠির রঞ্জন পাল।
মৎস্য কর্মকর্তা জানান, গোপন সংবাদের ভিত্তিতে জাটকা বিক্রয়ের খবর পেয়ে অভিযান চালিয়ে ১ শত কেজি জাটকা মাছ জব্দ করি। তালতলা বাজারে আমাদের উপস্থিতি টের পেয়ে জেলেরা পালিয়ে যায়। পরে মাছ গুলো জব্দ করে উপজেলায় নিয়ে আশা হয়। মাছের সাথে কোন জেলেকে আটক করতে না পাড়ায় মোবাইলকোর্ট না করেই মাছগুলো উপজেলার ৯টি মাদরাসায় বন্টণ করে দেওয়া হয়।