মুন্সিগঞ্জ, ৬ জুন, ২০২১, সিরাজদিখান প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জের সিরাজদিখানে চোলাই মদসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে শেখরনগর তদন্ত কেন্দ্রের পুলিশ।
গতকাল শনিবার (৫ জুন) রাত সাড়ে ৭ টার দিকে রাজানগর ইউনিয়নের দক্ষিন রাজানগর গ্রাম থেকে ৮ লিটার চোলাই মদসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। আটককৃতরা হলেন, রাজানগর ইউনিয়নের রাজানগর গ্রামের খোকন বেপারীর ছেলে চঞ্চল বেপারী(৩০) এবং একই এলাকার মৃত অক্ষর দাসের ছেলে দশরত দাস(৩৭)।
শেখেরনগর তদন্ত কেন্দ্রের ইনচার্জ নাসির শেখ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে দক্ষিণ রাজানগর গ্রাম থেকে ৮ লিটার চোলাই মদসহ তাদেরকে আটক করা হয়। তারা দুজনেই এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী এবং একাধিক মাদক মামলার আসামী। তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে।