৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
বৃহস্পতিবার | সকাল ৮:০২
Search
Close this search box.
Search
Close this search box.
সিরাজদিখানে গ্রামীন রক্ষণাবেক্ষণ কাজের উদ্বোধন ও র‌্যালী
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ৫ অক্টোবর, ২০২০, সিরাজদিখান প্রতিনিধি (আমার বিক্রমপুর)

‘‘মুজিব বর্ষের অঙ্গীকার সড়ক হবে সংস্কার’’ শ্লোগানে মুন্সিগঞ্জের সিরাজদিখানে গ্রামীন সড়ক রক্ষণাবেক্ষণ কাজের উদ্বোধন করা হয়েছে।

সোমবার সকালে উপজেলা পরিষদ এলাকায় পায়রা ও বেলুন উড়িয়ে এরপর র‌্যালী করা হয়। রক্ষণাবেক্ষণ কাজের উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ ফয়েজুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান মইনুল হাসান নাহিদ, উপজেলা প্রকৌশলী শোয়েব বিন আজাদ, সিরাজদিখান প্রেসক্লাব সভাপতি ইমতিয়াজ বাবুল, যুব উন্নয়ন কর্মকর্তা ডলি রানী নাগ, মহিলা বিষয়ক কর্মকর্তা কান্তা পাল প্রমুখ।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিডি) সিরাজদিখান উপজেলা প্রকৌশলী কার্যালয়ের তত্ত্বাবধানে মাস জুড়ে গ্রামীণ সড়ক সংস্কারের কাজ চলবে বলে জানান উপজেলা প্রকৌশলী শোয়েব বীন আজাদ।

error: দুঃখিত!