৩০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
বুধবার | সকাল ৯:৪৪
সিরাজদিখানে গৃহবধূর রহস্যজনক মৃত্যু
খবরটি শেয়ার করুন:

সিরাজদিখান উপজেলার বালুচর ইউনিয়নের দক্ষিন কয়রা খোলা গ্রামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যুে হয়েছে। সোমবার সকাল ৯টায় গলায় রশি দিয়ে এ মৃত্যুর ঘটনা ঘটে বলে জানাগেছে, খবর পেয়ে পুলিশ বেলা ১ টায় স্বামীর বসত ঘরের মেঝে থেকে লাশ উদ্ধার করে মায়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ সদর জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে। ঘটনার পর হতে নিহতের স্বামী শরিফ হোসেন (৩০) পলাতক রয়েছে।

জানাযায়, উপজেলার কয়রা খোলা গ্রামের আব্দুর রশীদের ছেলে শরীফ হোসেনের সাথে একই উপজেলার চান্দেরচর গ্রামের তোফাজ্জল হোসেনের মেয়ে মুক্তা আক্তার (১৯) এর সাথে মাত্র দুই মাস আগে পারিবারিক ভাবে বিয়ে হয়। বিয়ের ২ মাসের মাথায় গতকাল দুপুরে সিরাজদিখান থানা পুলিশ স্বামীর বসতঘর হতে তার লাশ উদ্ধার করে।

এ ব্যাপারে সিরাজদিখান থানার ওসি (প্রশাসন) ইয়ারদৌস হাসান জানান, লাশ ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ পাঠানো হয়েছে। ময়নাতদন্ত রির্পোট পেলে নিশ্চিত হওয়া যাবে। এ ব্যাপারে সিরাজদিখান থানায় একটি মামলার প্রস্তুতি চলছে।

error: দুঃখিত!