মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় সালমা আক্তার (৩৪) নামে আরো এক গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু হয়েছে।
গৃহবধূ উপজেলার রসুনিয়া ইউনিয়নের সন্তোষ পাড়া গ্রামের শাহিন হাওলাদারের স্ত্রী।
শনিবার রাত পৌনে ৮টার দিকে স্বামীর ঘর থেকে গৃহবধূর লাশ উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় স্বজনরা।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স জরুরী বিভাগের চিকিৎসক ডা. মাহমুদ হাসান ওই গৃহবধূকে মৃত ঘোষণা করেন। তবে কিভাবে মারা গেছে তা ময়নাতদন্ত ছাড়া নিশ্চিত করা যাবে না বলে জানান তিনি।
নিহতের ছেলে সাব্বির (১৮) জানান, সকালে বাবার সঙ্গে ঝগড়া হয়েছিল আমি বাড়ি ছিলাম না। খবর পেয়ে রাত ৮টায় এসেছি।
চিকিৎসক জানান, ময়নাতদন্ত করলে বলা যাবে। তবে এ ব্যাপারে থানা পুলিশকে জানানো হয়েছে।
সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়ারদ্দৌস হাসান জানান, সংবাদ পেয়ে পুলিশ সিরাজদিখান স্বাস্থ্য কমপ্লেক্স থেকে গৃহবধূর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে।
তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ওই গৃহবধূ আত্মহত্যা করেছে।