১৭ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শুক্রবার | রাত ৩:৫৯
সিরাজদিখানে ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ১ জানুয়ারি, ২০২১, সিরাজদিখান প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের সিরাজদিখানে রনজিৎ স্মৃতি সিক্স-এ-সাইড ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার (১ জানুয়ারি) সকালে খেলার উদ্বোধন ঘোষণা করেন, যুবলীগ কেন্দ্রীয় কমিটির সদস্য আনিসুর রহমান রিয়াদ।

নতুনবর্ষকে স্বাগত জানাতে ও সংগঠনের প্রয়াত সদস্যকে স্মরণ রাখতে ফ্রেন্ডস এসোসিয়েশন অব মালখানগর এই খেলার আয়োজন করে।

খেলায় উপজেলার ৮ টি দল অংশ গ্রহণ করে। নক আউট পদ্ধতিতে এ খেলা অনুষ্ঠিত হয়। খেলায় চ্যাম্পিয়ন হয় কাজীরবাগ একতা সংসদ, রানার্সআপ হয় শাপলা কুঁড়ি ক্রীড়া চক্র।

বিকাল ৫ টায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী দলের হাতে ট্রফি তুলে দেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মহিউদ্দিন আহমেদ।

ফ্রেন্ডস এসোসিয়েশন এর সভাপতি হাজী আশরাফুজ্জামান সোহেলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বাহাউদ্দিন বাহারের সঞ্চালনায় অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন, মালখানগর ডিগ্রি কলেজ অধ্যক্ষ সফিউদ্দিন হাওলাদার, মালখানগর হাই স্কুলের প্রধান শিক্ষক মঞ্জুরুল আলম, ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আনিছুর রহমান মৃধা, জেলা হিন্দু-বৌদ্ধ-খিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক সুবীর চক্রবর্তি সহ অনেকে।

error: দুঃখিত!