মুন্সিগঞ্জ, ৭ জানুয়ারি, ২০২০, সিরাজদিখান প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার লতব্দী ইউনিয়নে নতুন ভাষানচর হাফিজুলউলুম ইসলামীয়া মাদরাসার হাফেজ ছাত্রদের দস্তারবন্দী উপলক্ষ্যে হাফেজদের মাঝে সম্মাননা বৃত্তি প্রদান করা হয়।
সোমবার (৬ জানুয়ারি) উপজেলার লতব্দী ইউনিয়নের নতুন ভাষানচর গ্রামে নতুন ভাষানচর হাফিজুল উলুম ইসলামীয়া মাদরাসার হাফেজ ছাত্রদের দস্তারবন্দী উপলক্ষ্যে হাফেজদের মাঝে সেচ্ছাসেবী সংগঠন ইউথ ফাউন্ডেশনের পক্ষ থেকে হাফেজদের বিশেষ সম্মাননায় সংগঠনের প্রধান উপদেষ্টা মোঃ নূরুজ্জামান নুর হাফেজদের হাতে বৃত্তি প্রদান হিসেবে প্রত্যেককে চেক প্রদান করেন।
এসময় আরও উপস্থিত ছিলেন, মোহাম্মদ কাওসার প্রধান, মো: জোবায়ের হোসেন, রিদয়।
হাফেজদের মধ্যে, হাফেজ মো: আনোয়ার হোসাইন ( ১), হাফেজ মো: রিফাত হোসাইন, হাফেজ মোহাম্মদুল্লাহ, হাফেজ মো: আনোয়ার হোসাইন ( ২) কে সম্মাননা বৃত্তি প্রদান করা হয়।
উল্লেখ্য, সংগঠনটি ২০১৫ সালে যাত্রা শুরু করে সেই থেকে প্রতি বছর হাফেজদের নিয়ে এই আয়োজন করে থাকে ।
সংগঠনটি একটি সামাজিক ও অরাজনৈতিক সংগঠন, সংগঠনটি বিভিন্ন সময় বিভিন্ন সামাজিক কাজ করে থাকে।
যেমন অসহায় মেয়েদের বিয়ের জন্য আর্থিক অনুদান, অসহায় বাচ্চাদের স্কুল-কলেজের দায়িত্ব নেয়া, মোবাইল স্কুল চালানো, শীতবস্ত্র বিতরণ, বন্যার্তদের সহায়তা করা, ইফতার সামগ্রী বিতরণ, ঈদে অসহায় পরিবার কে সেমাই-চিনিসহ ঈদ সামগ্রী বিতরন।
এই সংগঠন এর সকল সদস্যরা সেচ্ছায় রক্তদানে আগ্রহী এবং রক্তদান করে থাকে।
অনেক জায়গায় বিনামূল্যে রক্তের গ্রুপ নির্নয় ক্যাম্পিং ও বিভিন্ন ডা. দের নিয়ে মেডিকেল ক্যাম্পিং করে তারা।