মুন্সিগঞ্জ, ১৭ নভেম্বর, ২০২০, জাহাঙ্গীর আলম চমক (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জের সিরাজদিখানে কেন্দ্রীয় যুবলীগ সদস্য আনিসুর রহমান রিয়াদকে যুবলীগ কেন্দ্রীয় নব গঠিত কমিটির সদস্য পদ পাওয়ায় সংবর্ধনা দেওয়া হয়েছে।
আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১ টায় তাকে উপজেলার নিমতলায় বরণ করেন উপজেলা যুবলীগের যুগ্ন আহবায়ক এইচ এম জহিরুল ইসলাম লিটুর নেতৃত্বে যুবলীগের কর্মীরা।
এরপর দুপুরে উপজেলার মালখানগর ইউনিয়নের গোড়পীপাড়া মাঠে তাকে সংবর্ধনা দেওয়া হয়।
ইউনিয়ন যুবলীগের আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনিসুর রহমান রিয়াদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগ শ্রম বিষয়ক সম্পাদক লেখক সামছুল হক, মালখানগর ইউপি চেয়ারম্যান সানজিদা আক্তার, উপজেলা শ্রম বিষয়ক সম্পাদক কাজী নজরুল ইসলাম পিন্টু।
ইউনিয়ন যুবলীগ সভাপতি হাজী মকবুল হোসেন আনুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আহসানুল ইসলাম আমিনের সঞ্চালনায় আমন্ত্রিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক ছাত্র নেতা আকাশ, আহমেদ সোহাগ, ফয়সাল মাঝি, বাহাদুর বেপারী, এ্যাড. শহিদুল ইসলাম।
এছাড়া অতিথিদের মধ্যে আরও উপস্থিত ছিলেন, জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ সাধারণ সম্পাদক সুবীর চক্রবর্তি, মালখানগর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আনিসুর রহমান মৃধা, উপজেলা যুবলীগ সাবেক যুগ্ন আহবায়ক মনোয়ার হোসেন মনু, ফ্রেন্ডস এসোসিয়েশন এর সভাপতি আশরাফুজ্জামান সোহেল সহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন যুবলীগ, ছাত্রলীগ ও কলেজ শাখার ছাত্রলীগের নেতা-কর্মীরা।