সিরাজদিখান উপজেলার মধ্যপাড়া ইউনিয়নের ৮ নং ওয়ার্ড উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
মোরগ প্রতীক নিয়ে ৩২২ ভোট বেশি পেয়ে মোঃ শাহাবুদ্দিন বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন।
তিনি মোট ভোট পেয়েছেন ৬শত ৩৪ ও তার প্রতিদ্বন্দ্বি ফুটবল প্রতীকে রহীমা বেগম পেয়েছেন ৩ শত ১২ ভোট।
পৌনে ৬ টার দিকে ফলাফল ঘোষণা করেন প্রিজাইডিং অফিসার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ আজিজুর রহমান।
গতকাল বৃহস্পতিবার তেলীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কক্ষে ৪টি বুথে সকাল ৮টা থেকে শুরু হয়ে বিকাল ৫ টা পর্যন্ত শান্তিপূর্ণ ভোট গ্রহন হয়। ১৪৯১ টি ভোটারের মধ্যে ভোট প্রয়োগ করেন ৯৬৬ জন। এর মধ্যে ১০ টি ভোট বাতিল বলে গন্য হয়।